রহমতটোয়েন্টিফোর ডেস্ক 27 March, 2021 01:43 PM
ব্রাহ্মণবাড়িয়ায় যে কোনো ধরনের বিক্ষোভ ঠেকাতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) রাতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমকে জানান, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আরও বেশ কিছু সংখ্যক বিজিবি মোতায়েন করা হবে।
এর আগে, চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহতের খবর ছড়িয়ে পড়লে বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা।
উল্লেখ্য, গতকাল শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম, যাত্রাবাড়ী, চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ মোদি বিরোধী বিক্ষোভে হামলা চালায়। দেশের বিভিন্ন জায়গায় পুলিশের গুলিতে এখন পর্যন্ত ৫ জন মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক।
হেফাজতের কর্মসূচি
পুলিশ ও সরকারি দল আওয়ামী লীগের কর্মীদের হামলার ঘটনার প্রতিবাদে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ ও আগামীকাল রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল শুক্রবার (২৬ মার্চ) রাত আটটায় পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এ ঘোষণা দেন।
-জেড
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর