রহমতটোয়েন্টিফোর ডেস্ক 25 March, 2021 02:56 PM
ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে গুলিতে আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের সদস্যসচিব ফরিদুল হক গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছে। এ সময় নুরসহ আরও ১৫ জনের মতো আহত হন। পুলিশ কয়েকজনকে আটক করেছেন বলেও অভিযোগ উঠেছে। তাদের মধ্যে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলামও রয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকা থেকে নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করে মুক্তাঙ্গনের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলে বাধা দেয়। এরপর মিছিলটি মতিঝিলের শাপলা চত্বরের দিকে যায়। সেখানে পুলিশের সঙ্গে পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষ বাঁধে।
আন্দোলনকারীরা মোদির কুশপুত্তলিকা দাহ করেছেন। মোদির আগমনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে হিন্দুত্ববাদী মোদিকে দেশে না আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
-জেড