| |
               

মূল পাতা জাতীয় মোদির আগমন এদেশের মানুষকে আহত করবে : হেফাজতে ইসলাম


মোদির আগমন এদেশের মানুষকে আহত করবে : হেফাজতে ইসলাম


রহমতটোয়েন্টিফোর প্রতিবেদক     22 March, 2021     02:31 PM    


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন এদেশের মানুষকে আহত করবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।

তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনে এমন কাউকে বাংলাদেশে নিয়ে আসা উচিত হবে না, যাকে এদেশের মানুষ চায় না বা যার আগমন এদেশের মানুষকে আহত করবে। কারণ নরেন্দ্র মোদি একজন মুসলিম বিদ্বেষী হিসাবে সারা বিশ্বে পরিচিত।’

সোমবার (২২ মার্চ) হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্যে এই দাবি জানানো হয়। সুনামগঞ্জ শাল্লায় সংখ্যালঘুদের উপর সন্ত্রাসী হামলা ও হেফাজতে ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদ জানাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।

তিনি ভারতে ঘটা মুসলিমবিরোধী একাধিক সহিংস ঘটনার জন্য নরেন্দ্র মোদির ভূমিকা রয়েছে বলে দাবি করেন। এসব কারণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনে মোদি আসুক, সেটা চায় না হেফাজতে ইসলাম। তিনি বলেন, ‘আমরা দেশের অধিকাংশ মানুষের সেন্টিমেন্টের প্রতি সম্মান দেখিয়ে সরকারের নিকট নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ বাতিলের আহ্বান জানাই।’

ঈমানী দায়িত্ব হিসাবে মোদির আগমনের বিরুদ্ধে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী, মাওলানা মামুনুল হকসহ অন্যান্য নেতারা।
-জেড