| |
               

মূল পাতা ইসলাম এবার কতজন হজে যেতে পারবেন, জানার চেষ্টা করছি : ধর্ম প্রতিমন্ত্রী


এবার কতজন হজে যেতে পারবেন, জানার চেষ্টা করছি : ধর্ম প্রতিমন্ত্রী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     22 March, 2021     03:53 PM    


মহামারি করোনাভাইরাসে এক বছরের বেশি সময় ধরে বিপর্যস্ত পৃথিবী। এ অবস্থায চলতি বছর হজে কতজন যেতে পারবেন- তা জানতে সৌদি আরবের সঙ্গে আলাপ-আলোচনার চেষ্টা করছেন বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

সোমবার (২২ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘হজ নিয়ে এখনও সৌদি সরকারের সঙ্গে চুক্তি হয়নি। কতজন নিবে এ নিয়ে আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করছি। সীমিত পরিসরে লোকজন যেতে (হজে) পারে। ১০ হাজার জনের মতো যেতে পারে। এর বেশিও হতে পারে।’

আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে ষাটোর্ধ্ব কোনো ব্যক্তি হজের সুযোগ পাচ্ছেন না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। তবে সৌদি সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হয়নি। যদি তারা এমন সিদ্ধান্ত নিয়েই থাকে সেটা মেনেই আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

ধর্ম সচিব মো. নূরুল ইসলাম বলেন, ‘এবার যারা হজে যেতে পারবেন না, তারা চাইলে তাদের নিবন্ধনের অর্থ ফেরত নিতে পারবে। আর না নিলে আগামী বছর তারা অগ্রাধিকার পাবেন।’

উল্লেখ্য, গত বছর হজের জন্য নিবন্ধিত ছিলেন প্রায় ৬৫ হাজার হজযাত্রী। তবে তাদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার যাত্রী নিবন্ধনের অর্থ তুলে নিয়েছেন। এখন নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৬১ হাজার ২৩১ হাজার জন।
-জেড