রহমতটোয়েন্টিফোর ডেস্ক 16 March, 2021 01:18 AM
আড়ংয়ে দাড়ি থাকায় যুবককে চাকরি না দিয়ে দাড়ি ছোট করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও হাটহাজারী ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।
মঙ্গলবার (১৬ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘আড়ং যে সিদ্ধান্ত নিয়েছে, তা পুরোপুরিভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। এই সিদ্ধান্ত প্রত্যাহার করে জাতির সামনে আড়ংকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় এর পরিণাম হবে ভয়াবহ।’
বিবৃতিতে তিনি বলেন, ‘আড়ংয়ের এই সিদ্ধান্তের জবাব দেওয়ার জন্য আমাদেরকে তরকে মোয়ালাতের মতো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আড়ংয়ের আচরণে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষণ হয়েছে। এর জন্য অনাকাঙ্ক্ষিত কোনও পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়ভার আড়ং কর্তৃপক্ষকেই বহন করতে হবে।’
তিনি উল্লেখ করেন, ‘আড়ংয়ের এই সিদ্ধান্ত শুধু একটি ভুল সিদ্ধান্ত নয় বরং তারা এই সিদ্ধান্তের মাধ্যমে রাসূল (সা.)-এর একটি বড় সুন্নাহকে হেয় প্রতিপন্ন করেছে। আড়ংয়ের এই সিদ্ধান্তের পিছনে লুকিয়ে থাকা ইসলাম বিদ্বেষীদের খুঁজে বের করা আমাদের সকলের দায়িত্ব।’
বিবৃতিতে নোমান ফয়জী আড়ং যদি আগামী শুক্রবারের পূর্বে তাদের এই সুন্নাহ্ বিরোধী সিদ্ধান্তের জন্য প্রকাশ্যে ক্ষমা না চায়, তবে বাদ জুমা বাংলাদেশের প্রতিটি আড়ং শোরুমের সামনে নিজ দায়িত্বে কালো পতাকা ও প্ল্যাকার্ডে 'বয়কট আড়ং' লিখে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদে শরিক হয়ে সকলকে ঈমানী দায়িত্ব পালন করে সামাজিক আন্দোলনে গড়ে তোলার আহবান জানান।
-জেড