| |
               

মূল পাতা আন্তর্জাতিক জর্ডানের আকাশ ব্যবহারের অনুমতি না পেয়ে শেষ মুহূর্তে আমিরাত সফর বাতিল নেতানিয়াহুর


জর্ডানের আকাশ ব্যবহারের অনুমতি না পেয়ে শেষ মুহূর্তে আমিরাত সফর বাতিল নেতানিয়াহুর


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     11 March, 2021     06:33 PM    


জর্ডানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় একেবারে শেষ মুহূর্তে এসে আমিরাত সফর বাতিল করতে বাধ্য হয়েছেন ইহুদীবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার (১১ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে মিডল ইস্ট আই। বলা হচ্ছে, নেতানিয়াহুর স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়া এবং জর্ডানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই সফর বাতিল করা হয়েছে।

নেতানিয়াহুর এই সফর ছিল বেশ কিছু দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। এটাই হতো ইতিহাসে প্রথম কোনও ইসরায়েলি সরকারপ্রধান রাষ্ট্রীয় সফরে আমিরাতে পা রাখার ঘটনা।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে আমিরাতসহ আরব বিশ্বের একাধিক দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্কোন্নয়ন চুক্তি স্বাক্ষরিত হয়। এতে মুসলিম বিশ্বে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মুসলমানরা এর বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ করেছেন।
-জেড