মুজীব রাহমান 28 February, 2021 12:08 PM
ছবিটি (২৭ ফেব্রুয়ারি২১) সার্কিট হাউজসংলগ্ন মসজিদের পাশ থেকে তোলা। আমি, উস্তায ও Sanwer ভাই মসজিদ থেকে নামাজ পড়ে বের হতেই এ মনোমুগ্ধকর দৃশ্যটি আমাদের চোখে পড়ে। কিছুক্ষণ অপেক্ষা করতেই নামাজ পড়ে তিনি আবার তার হালাল রুজিতে নেমে পড়লেন।
নাম তারা মিয়া। ঘুরে ঘুরে আখের রস বিক্রি করেন ময়মনসিংহ শহরে। সারা দিন বিক্রি করে যা পান, তা দিয়েই সংসার চলে তার। বড় মেয়ে স্কুলে পড়ে। ছোট এক ছেলেও আছে। সবাইকে স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করানোর পর তাদেরকে ভর্তি করবেন মাদরাসায়। তিনি মনে করেন, একজন মুসলিম হিসেবে সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া পিতা হিসেবে তার দায়িত্ব।
চারদিকে যখন অনৈতিক প্রতিযোগিতা চলছে, তখন এমন সচেতন ঈমানদার মানুষের মুখগুলো আমাদেরকে জানান দেয়- প্রদীপ এখনো নিভে যায়নি। যে প্রদীপ আজ নিবু নিবু করে জ্বলছে, একদিন পুরো বিশ্বকে তা আলোকিত করবে। তারা ভাই, আপনার প্রতি সংগ্রামী স্যালুট রইল।
-জেড