| |
               

মূল পাতা আন্তর্জাতিক মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলো নিউজিল্যান্ড


মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলো নিউজিল্যান্ড


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     09 February, 2021     12:51 PM    


রোহিঙ্গা গণহত্যায় পৃথিবীজুড়ে সমালোচিত মিয়ানমারের সঙ্গে রাজনৈতিক ও সামরিকসহ গুরুত্বপূর্ণ সব পর্যায়ের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান এ ঘোষণা দেন। তিনি জানান, মিয়ানমারের সঙ্গে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক পর্যায়ের সম্পর্ক থাকবে না। একই সঙ্গে সাহায্য বন্ধসহ সামনের সপ্তাহ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি হবে।

এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান সংবাদ সম্মেলনে বলেন, ‘নিউজিল্যান্ডের এই প্রজন্মের প্রত্যেক নাগরিক মিয়ানমারের অবস্থা দেখে হতাশ। নিউজিল্যান্ডে এখানে বসে আমরা যা পারি করব।’
-জেড