মূল পাতা আন্তর্জাতিক উইঘুর ইস্যুতে চীনকে যুক্তরাষ্ট্র- ‘সব অবৈধ কর্মকাণ্ড জবাবদিহির মধ্যে আনা হবে’
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 07 February, 2021 03:20 PM
অবিলম্বে চীনের সব অবৈধ কর্মকাণ্ড জবাবদিহির মধ্যে আনা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি সংখ্যালঘু উইঘুর মুসলিমদের নির্যাতন, তিব্বত ও হংকং ইস্যুতে নেওয়া চীনা পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে। খবর রয়টার্সের।
শনিবার (৬ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বেইজিংকে দক্ষিণ এশীয় স্থিতিশীলতার পক্ষে হুমকি আখ্যা দিয়ে হুশিয়ার করেছেন, ‘অবিলম্বে তাদের সব অবৈধ কর্মকাণ্ড জবাবদিহিতার মধ্যে আনা হবে।’
এক টুইটবার্তায় ব্লিংকেন বলেন, ‘আমি স্পষ্ট করে বলেছি- আমাদের জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা এবং আন্তর্জাতিক নীতির তোয়াক্কা না করার অভিযোগে চীনকে জবাবদিহির আওতায় আনার পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।’
ব্লিংকেন বলেন, ‘এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা নষ্টের ক্ষেত্রে চীন যে হুমকি সৃষ্টি করেছে, তার জন্য দেশটিকে জবাবদিহির আওতায় আনা হবে।’
এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে– শিনজিয়াং, তিব্বত ও হংকং ইস্যুসহ গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং মানবাধিকার রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে আন্তর্জাতিক সম্প্রদায় যে নিন্দা জানিয়েছে, তাতে যুক্ত হওয়ার জন্যও চীনের ওপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র।
-জেড