ইমদাদ ফয়েজী, সিলেট থেকে 02 February, 2021 01:20 PM
খাদিমুল কুরআন পরিষদ সিলেট-এর উদ্যোগে ৩ দিনব্যাপী ২৬তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন আগামী ৩ ফেব্রুয়ারি বুধবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে শুরু হচ্ছে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত মাহফিল চলবে।
৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করবেন শায়খুল হাদীস মুহাম্মদ বিন ইদ্রীস লক্ষীপুরী, আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসার মহাপরিচালক মাওলানা শায়খ জিয়া উদ্দিন, পরিষদের সভাপতি ও দরগাহ মাদরাসার মুহতামিম, শায়খুল হাদীস মুহিব্বুল হক গাছাবাড়ী, শায়খুল হাদীস আব্দুস সুবহান শায়খে জাউয়া, শায়খুল হাদীস আব্দুল খালিক শায়খে চাক্তা, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব, শায়খুল হাদীস মুফতী ওলিউর রহমান এবং প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ।
তাফসীরুল কুরআন মহাসম্মেলনে তাফসীর পেশ করবেন আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী, মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা রশিদুর রহমান ফারুক শায়খে বরুণা, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা ফজলুর রহমান খান বানিয়াচঙ্গী, মাওলানা আব্দুল বাছিত খান সিরাজগঞ্জী, মাওলানা হাসান জামিল ঢাকা, মাওলানা আশরাফ আলী হরষপুরী প্রমুখ দেশ বরেণ্য উলামায়ে কেরাম ও ইসলামিক স্কলার।
মহাসম্মেলনকে সফল করতে প্রশাসনের সার্বিক সহযোগিতাসহ সর্বস্তরের মুসল্লিদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন খাদিমুল কুরআন পরিষদ সিলেটের সভাপতি মুহিব্বুল হক গাছবাড়ী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতীন নবীগঞ্জীসহ কমিটির নেতৃবৃন্দ।
-জেড