| |
               

মূল পাতা জাতীয় দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের আরও দুই ধাপ অবনতি


দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের আরও দুই ধাপ অবনতি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     28 January, 2021     01:48 PM    


সর্বনিম্ন স্কোর বা দুর্নীতির ব্যাপকতা সবচেয়ে বেশি এমন দেশ থেকে গণনা করে ১৮০টি দেশের মধ্যে ২ ধাপ পিছিয়ে ১২তম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ। ২০১৯ সালে নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-র পক্ষ থেকে ঢাকায় দুর্নীতির ধারণা সূচক সংক্রান্ত এই প্রতিবেদন প্রকাশ করা হয়৷ টিআইয়ের ২০২০ সালের সূচক অনুযায়ী, এবারও বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া৷ আর সবচেয়ে কম দুর্নীতির দেশ ডেনমার্ক।

অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক মো. ইফতেখারুজ্জামান বলেন, ২০২০ সালে দুর্নীতির সূচকে বাংলাদেশের কোন উন্নতি হয়নি। বরং নীচের দিক স্কোরে ২ ধাপ অবনতি হয়েছে। এটা অবশ্যই হতাশাজনক।

টিআইয়ের ২০২০ সালের সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভুটান। দেশটি ৬৮ স্কোর পেয়ে উচ্চক্রম অনুযায়ী ২৪তম, এরপর ভারত ৪০ স্কোর পেয়ে ৮৬তম, শ্রীলঙ্কা ৩৮ পেয়ে ৯৪তম, নেপাল ৩৩ পেয়ে ১১৭তম, পাকিস্তান ৩১ পেয়ে ১২৪তম, মালদ্বীপ ৪৩ পেয়ে ৭৫তম এবং আফগানিস্তান ১৯ পেয়ে ১৬৫তম।

আর বৈশ্বিক তালিকায় সর্বনিম্ন ১২ (১৩) স্কোর পেয়ে সোমালিয়ার পরেই আছে সাউথ সুদান। এছাড়া সর্বনিম্ন ১৪(১৩) স্কোর নিয়ে সিরিয়ার অবস্থান ১৭৮তম। আর ১৫(১৫) স্কোর নিয়ে ইয়ামেনের অবস্থান ১৭৬ তম। অন্যদিকে সর্বোচ্চ ৮৮ স্কোর নিয়ে যৌথভাবে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসবে শীর্ষ অবস্থানে ডেনমার্ক ও নিউজিল্যান্ড। এছাড়া ৮৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ফিনল্যান্ড।
-জেড