রহমতটোয়েন্টিফোর ডেস্ক 10 January, 2021 03:21 PM
ভারতের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত শাস্তি হিসেবে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দিতে সৌদি আরবের মতো আইন চান। তিনি নারীর প্রতি সহিংসতা রুখতে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন।
ডেকান হেরাল্ডের খবরে জানা গেছে, কঙ্গনা রানাওয়াত সৌদি আরবের মতো ধর্ষককে জনসম্মুখে রাস্তায় ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন।
শনিবার (৯ জানুয়ারি) ভোপালে ‘ধক্কড়’ ছবির শুটিংয়ের ফাঁকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় অভিনেত্রী সৌদি আরবের উদাহরণ টেনে বলেন, ‘নারী নির্যাতনকারীদের রাস্তায় এনে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। নারীরা নিজেদের কথা বলতে দ্বিধায় ভোগেন। ফলে অনেক যৌন হেনস্তার ঘটনা আমাদের অজানা থেকে যায়। ভারতে আইনের কারণে অনেকে চুপ থাকেন। ধর্ষকরা জানে যে, তারা ঠিক আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারবে। বছরের পর বছর নির্যাতিতাদের কেবল প্রশ্নের উত্তর দিয়ে যেতে হয়। আইন ও পুলিশের হাতেও হেনস্তা হতে হয় তাকে।’
উল্লেখ্য, বিশ্বের সবচে বেশি ধর্ষণ, নার্রী নির্যাতন ও যৌন হেনস্থার ঘটনা ঘটে যেসব দেশে, সেগুলোর মধ্যে ভারত অন্যতম।
-জেড