রহমতটোয়েন্টিফোর ডেস্ক 14 December, 2020 12:36 PM
‘আইন হোক বা না হোক, আমরা ধর্মভিত্তিক রাজনীতিকে ঘৃণা করি, প্রত্যাখ্যান করি এবং এর বিরোধিতা করি’ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম চেতনাই ছিল অসাম্প্রদায়িক রাজনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র ও বাঙালি জাতীয়তাবাদ। অসাম্প্রদায়িক রাজনীতির লক্ষ্য নিয়ে জাতির পিতার নেতৃত্বে যুদ্ধ করেছিলাম। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া মৌলবাদীদের পৃষ্ঠপোষকতা করে রাষ্ট্রযন্ত্র পরিচালনা করেছেন। তাই মৌলবাদীদের শিকড় অনেক গভীরে। এক কথায় এদের মূলোৎপাটন করা সম্ভব নয়।’
সোমবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
এ সময় সাংবাদিকেরা তাকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন, ‘এটা সরকারপ্রধান নীতি নির্ধারণ করেন। তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে আইন হোক বা না হোক, আমরা ধর্মভিত্তিক রাজনীতিকে ঘৃণা করি, প্রত্যাখ্যান করি এবং এর বিরোধিতা করি।’
রাজাকারদের তালিকা প্রসঙ্গে মোজাম্মেল হক বলেন, ‘আগে রাজাকারদের তালিকা করা আমাদের নৈতিক দায়িত্ব ছিল, আইনগত কোনো ভিত্তি ছিল না। ১৫ দিন আগে মন্ত্রিসভায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধন করে রাজাকারদের তালিকা করার জন্য অনুমোদিত হয়েছে।’
-জেড