| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ফিলিস্তিনে ইসরায়েলী দখলদারিত্বের কড়া সমালোচনা করলেন সৌদি রাজপুত্র


ফিলিস্তিনে ইসরায়েলী দখলদারিত্বের কড়া সমালোচনা করলেন সৌদি রাজপুত্র


মুসলিম বিশ্ব ডেস্ক     07 December, 2020     10:20 AM    


ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের কড়া সমালোচনা করেছেন সৌদি রাজপরিবারের সদস্য ও কূটনীতিক তুর্কি আল ফয়সাল। এমন সময় তিনি এ মন্তব্য করলেন যখন আরব দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে ইসরায়েল।

বাহরাইনের নিরাপত্তা সম্মেলনে প্রিন্স স্পষ্ট বলেন, ফিলিস্তিনিদের স্বাধীনতা ছাড়া ইসরায়েলের স্বীকৃতি নয়। ইসরায়েলকে ঔপনিবেশিক শক্তি হিসেবেও অভিহিত করেন তিনি।

প্রিন্স তুর্কি বিন ফয়সাল তার বক্তব্যে বলেন, পশ্চিমা উপনিবেশিক শক্তির অধীনে ফিলিস্তিনি জনগণ এমন এক বাস্তবতায় টিকে থাকছে যা ইহুদিবাদী ইসরায়েলের বর্ণিত ‘উচ্চ নৈতিকতার শান্তিপ্রিয় সমর্থক’ হওয়ার চেয়ে বহু দূরে অবস্থান করছে। তিনি বলেন, তরুণ থেকে বৃদ্ধ, নারী ও পুরুষসহ ফিলিস্তিনের সব নাগরিক যুক্তিহীন নিরাপত্তার অভিযোগে বন্দি শিবিরে বেঁচে থাকছে। তুর্কি বিন ফয়সাল বলেন, তারা চাইলেই যাকে ইচ্ছা বাড়ি ভেঙে দিচ্ছে আর যাকে ইচ্ছা তাকেই মেরে ফেলছে।

তিনি অভিযোগ করে বলেন, ইসরায়েলি সরকার বিদেশি সংবাদমাধ্যমের সহায়তায় নিজেদের রাজনৈতিক আকাঙ্ক্ষা প্রয়োগ করে সৌদি আরবের সম্মানহানি করছে।

উল্লেখ্য, দুই দশকের বেশি সময় ধরে সৌদি গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তুর্কি আল ফয়সাল।