| |
               

মূল পাতা জাতীয় মামলার খবর শুনে আল্লামা বাবুনগরী বললেন, এটা আমাদের সৌভাগ্য


মামলার খবর শুনে আল্লামা বাবুনগরী বললেন, এটা আমাদের সৌভাগ্য


নিজস্ব প্রতিনিধি     07 December, 2020     09:59 PM    


হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। মামলার খরব শুনে আল্লামা বাবুনগরী বললেন, এটাই নাজাতের উছিলা হবে, এটা আমাদের সৌভাগ্য।

এ বিষয়ে সোমবার (৭ ডিসেম্বের) বাবুনগরীর একান্ত সচিব ইনামুল হাসান ফারুকী তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় শায়েখ ও মুরশিদ কায়েদে আজম শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীকে যখন বললাম, ভাস্কর্য ইস্যুতে আপনাকেসহ আল্লামা মামুনুল হক ও মুফতী ফয়জুল করীম সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে।'

'হুজুর হেসে বললেন, কোরআন-হাদীসের বাণী পৌঁছাতে গিয়ে ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় আমাদের নামে মামলা হয়েছে। এটাই নাজাতের উছিলা হবে, আর এটাই আমাদের সৌভাগ্য।'

উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে করা দুটি মামলা আমলে নিয়েছেন আদালত। মামলা দুটি আগামী ৭ জানুয়ারির মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত এ আদেশ দেন।