| |
               

মূল পাতা জাতীয় হেফাজতের প্রতিনিধি সম্মেলন : বক্তব্য শেষে চলছে বিশেষ মিটিং


হেফাজতের প্রতিনিধি সম্মেলন : বক্তব্য শেষে চলছে বিশেষ মিটিং


নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী     15 November, 2020     12:44 PM    


হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে ইতোমধ্যে কাউন্সিলের প্রতিনিধিবর্গের বক্তব্য-পর্ব সমাপ্ত হয়েছে। জামিয়া নুরিয়ার প্রিন্সিপাল মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী এবং হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা আব্দুস সালামের বক্তব্যের মধ্য দিয়ে হেফাজতে ইসলামের আজকের কাউন্সিলের প্রতিনিধি বর্গের বক্তব্য পর্ব সমাপ্ত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আল্লামা জুনায়েদ বাবুনগরী, বক্তব্য রাখেন মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা সাজিদুর রহমান মুফতি মিযানুর রহমান সাঈদ, মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাইখ আহমদ, মাওলানা আব্দুল হামিদ সাহেব (মধুপুরের পীর), মাওলানা মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব, ড. আফম খালিদ হোসেন, ড. আহমদ আবদুল কাদের প্রমুখ।

সরেজমিনে দেখা গেছে, একটু আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি গঠন করার জন্য ১২ সদস্য বিশিষ্ট একটি পরিষদ ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে তারা মিটিং করছেন। এই পরিষদে আছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসেমী, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মাওলানা আব্দুল আউয়াল (নারায়ণগঞ্জ), মাওলানা মাহফুজুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা নাসির উদ্দিন মনির, মাওলানা জুনায়েদ আল হাবিব।

এর আগে, সকাল ১০টা হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি সম্মেলন শুরু হয়। চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত দেশের সর্ববৃহৎ মাদরাসা দারুল উলুম মুঈনুল ইসলামে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন।

হাটহাজারী মাদরাসার শিক্ষাভবনের ৩য় তলায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়। এতে সভাপতিত্ব করেছেন হেফাজতে ইসলামের বর্তমান সিনিয়র নায়েবে আমীর ও বাবুনগর মাদরাসার পরিচালক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

জানা গেছে, প্রতিনিধি সম্মেলনকে ঘিরে হাটহাজারীতে সারাদেশ থেকে সাড়ে তিনশো’র বেশি প্রতিনিধি উপস্থিত হয়েছেন। আজকের প্রতিনিধি সম্মেলনে ঠিক করা হবে- কে হবেন আল্লামা আহমদ শফী (রহ.)-এর স্থলাভিষিক্ত।
-জেড