| |
               

মূল পাতা করোনাভাইরাস বাড়ছে প্রকোপ : বিশ্বে একদিনে ৫ লাখ ৪২ হাজার শনাক্ত


বাড়ছে প্রকোপ : বিশ্বে একদিনে ৫ লাখ ৪২ হাজার শনাক্ত


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     12 November, 2020     10:49 AM    


বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনার প্রকোপ বাড়ছে। আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। এমন পরিস্থিতিতে কয়েকটি দেশে নতুন করে লকডাউনে গেছে। দেশেও শীতে করোনার প্রকোপ বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

জানা গেছে, বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৪২ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৯ হাজার ১৯১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৭৯ হাজার ৯১৭ জন। আক্রান্ত হয়েছেন ৫ কোটি ১৮ লাখ ৩৩ হাজার ৩৪ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৬৪ লাখ ৫ হাজারের বেশি।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে প্রথম চীনের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে এটি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে। ৮ মার্চ প্রথম বাংলাদেশে কোনও করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ দেশে প্রথম কোনও ব্যক্তির করোনায় মৃত্যু হয়।
-জেড