| |
               

মূল পাতা আন্তর্জাতিক পরবর্তী মহামারীর জন্য তৈরি থাকুন : ডব্লিওএইচও


পরবর্তী মহামারীর জন্য তৈরি থাকুন : ডব্লিওএইচও


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     07 November, 2020     01:32 PM    


আগাম সতর্ক করে দিয়ে বিশ্ববাসীকে পরবর্তী মহামারীর জন্য জন্য তৈরি থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিওএইচও। সংস্থাটি বলছে, করোনা মহামারীর কারণে সারা বিশ্ব যে সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে; ভবিষ্যতে যাতে তার পুনরাবৃত্তি না ঘটে।

শুক্রবার (৬ নভেম্বর) ৭৩তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের সংবাদ বিজ্ঞপ্তিতে সব রাষ্ট্রপ্রধানদের উদ্দেশ্যে সংস্থাটি এ বার্তা দিয়েছে। খবর দ্যা হিন্দুর।

এ ব্যাপারে হুর ওয়েবসাইটে প্রকাশিত প্রেস রিলিজ বলা হয়েছে, অতীত এবং বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে নিজেদের আগাম প্রস্তুতির প্রয়োজন। ভালো স্বাস্থ্য পরিকাঠামো থাকলে খুব সহজেই সার্স এবং কোভিডের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যায়, সেটা প্রমাণ হয়েছে। তাই মহামারী হারাতে সবচেয়ে জরুরি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি করা দরকার। সঠিক পরিকল্পনা, বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে যা সম্ভব, সবটাই করতে হবে।

হু জানিয়েছে, সমস্ত দেশের সম্মিলিত চেষ্টায় ভ্যাকসিন তৈরির কাজ চলছে। প্রতিটা দেশ যাতে তার চাহিদা মতো ভ্যাকসিন পায় সেটাও দেখা হবে।

প্রসঙ্গত, এ বছর আলাদা করে কোনও সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তার বদলে একটি প্রেস রিলিজ হুর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
-জেড