মূল পাতা আন্তর্জাতিক বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 31 October, 2020 11:28 AM
গত ২৪ ঘণ্টায় বিশ্নে আগের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৫ লাখ ৭৩ হাজার জন সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা বিশ্বে একদিনে প্রথমবারের মতো এত বেশি শনাক্তের রেকর্ড। একই সময়ে প্রাণহানি ঘটেছে ৭ হাজারের বেশি মানুষের।
বিশ্বে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ লাখ ৯৩ হাজার ৭৪৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার ৫১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৩২ লাখ ৪৮ হাজার ৯৪৪ জন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে প্রথম চীনের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে এটি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে। ৮ মার্চ প্রথম বাংলাদেশে কোনও করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ দেশে প্রথম কোনও ব্যক্তির করোনায় মৃত্যু হয়।
-জেড