মূল পাতা আন্তর্জাতিক জম্মু-কাশ্মিরের মর্যাদা ফেরাতে একজোট কাশ্মিরের রাজনীতি
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 17 October, 2020 11:20 AM
মোদীর বিজেপি সরকার কর্তৃক অন্যায়ভাবে কেড়ে নেওয়া জম্মু-কাশ্মিরের মর্যাদা ফেরাতে একজোট হয়েছেন কাশ্মিরের রাজনীতিবিদরা। এ লক্ষ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল মিলে ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’নামে নতুন একটি জোট গঠিত হয়েছে কাশ্মিরে।
এতে কাশ্মিরে সক্রিয় ও প্রভাবশালী প্রায় সব দলই আছে। জানা গেছে, ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্ত করার আগে জম্মু ও কাশ্মিরের যে বিশেষ মর্যাদা ছিল তা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে জোটটি।
এ ব্যাপারে গত বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান ফারুক আবদুল্লাহ জানান, নতুন এ জোটের নাম ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’। ব্রিফিংয়ে ফারুক আবদুল্লাহ বলেন, আমাদের লড়াই সাংবিধানিক লড়াই। আমরা চাই, ভারতের কেন্দ্রীয় সরকার রাজ্যের জনগণকে ২০১৯ সালের ৫ আগস্টের আগেকার অধিকারগুলো যেন ফিরিয়ে দেয়।
এর আগে, বুধবার ফারুক ও ওমর আবদুল্লাহ সদ্য কারামুক্ত পিডিপি নেতা মেহবুবা মুফতি বাসায় গিয়ে তার সাথে দেখা করেন।
নতুন এ জোটে সদ্য কারামুক্ত মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টিও (পিডিপি) আছে। আছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআইএম), আওয়ামী ন্যাশনাল কনফারেন্স, পিপলস কনফারেন্স ও পিপলস মুভমেন্টের মতো দলগুলোও।
বৃহস্পতিবার ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহর বাসায় দলগুলোর এক বৈঠক অনুষ্ঠিতও হয়। বৈঠকে কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজ্জাদ লোন, সিপিআইএমের মোহাম্মদ ইউসুফ তারিগামি, পিপলস মুভমেন্টের জাভেদ মীর, ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহসহ বিভিন্ন দলের প্রবীণ নেতারা ‘গুপকার ঘোষণা’ নিয়ে আলোচনা করেন।
-জেড