মূল পাতা আন্তর্জাতিক শান্তিচুক্তির পরও তালেবানদের ওপর মার্কিন বিমান হামলা
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 14 October, 2020 02:25 PM
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবানের অবস্থানে বিমান হামলা চালিয়েছে দখলদার মার্কিন বাহিনী। তালেবানের সঙ্গে শান্তিচুক্তি সই করার পরও দেশটির দক্ষিণাঞ্চলে এমন হামলা চালাল মার্কিন সেনারা। খবর আফগানিস্তান টাইমসের।
জানা গেছে, তালেবানের পক্ষ থেকে ওই এলাকায় বড় ধরনের অভিযান চালানোর পর এ বিমান হামলা চালানো হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের হামলা তালেবান-মার্কিন চুক্তির পরিপন্থী এবং চলমান দোহা শান্তি আলোচনাকে অবজ্ঞা করার শামিল।
এ ব্যাপারে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার কর্নেল সনি লিজেট বলেন, তালেবানের হামলা থেকে আফগান সেনাবাহিনীকে রক্ষা করার লক্ষ্যে গত দুদিনে হেলমান্দ প্রদেশে তালেবানের কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। তালেবানের যে কোনো ধরনের হামলা থেকে আফগান সেনাবাহিনীকে রক্ষা করতে সহযোগিতা করে যাবে মার্কিন সেনাবাহিনী।
এদিকে আফগানিস্তানে মোতায়েন মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল স্কট মিলার অবিলম্বে হামলা বন্ধ করতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে প্রায় দুই দশক যুদ্ধ করার পর গত ফেব্রুয়ারিতে এই গোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তি সই করে আমেরিকা। চুক্তিতে তালেবানের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তার বিপরীতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা হয়। সেই সঙ্গে দেশে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ হয় তালেবান।
-জেড