| |
               

মূল পাতা জাতীয় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি


ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     13 October, 2020     12:36 PM    


ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এ অধ্যাদেশ জারি করেন তিনি।

এর আগে, গতকাল সোমবার ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা।

অনুমোদনের পর আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, “মঙ্গলবার (১৩ অক্টোবর) রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এটি আইনে পরিণত হবে। এর আগে এটির আইনি যাচাই (ভেটিং) হবে। যেহেতু সংসদ অধিবেশন আপাতত চলমান নেই, তাই সরকার সংশোধিত আইনটি একটি অধ্যাদেশ হিসেবে জারি করার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর থেকেই আইনটি কার্যকর হবে।”

উল্লেখ্য, সম্প্রতি ছাত্রলীগের দুর্বৃত্তরা সিলেটে স্বামীকে বেধে এক নারীকে গণধর্ষণ করে। নোয়াখালীতে বিবস্ত্র করে এক নারীর শ্লীলতাহানি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। খাগড়াছড়িতে এক প্রতিবন্ধীকে নারী কয়েক বখাটে মিলে ধর্ষণ করে। একের পর এক এমন বেশকিছু ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন সর্বস্তরের মানুষ। ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। এরপরই সরকারের তরফ থেকে এমন সিদ্ধান্ত এলো।

-জেড