| |
               

মূল পাতা জাতীয় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাপলা চত্ত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ


ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাপলা চত্ত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ


    11 October, 2020     06:48 PM    


দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতনের সাথে জড়িতদের শাস্তির দাবিতে  মতিঝিল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শাপলা চত্ত্বর এলাকায় বিক্ষোভ করেছেন। এ সময় ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচারের দাবি করেন বিক্ষোভকারীরা। রোববার (১১ অক্টোবর) দুপরে বৃষ্টির মধ্যে এ  বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা জানান, দুপুর দেড়টার দিকে দুই প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী রাস্তায় নামেন এবং ব্যারিকেড দিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মতিঝিল-দৈনিক বাংলা ও মতিঝিল-ইত্তেফাক মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর ইউএনবির

গত কয়েকদিন ধরে বাংলাদেশে ধর্ষণ, যৌন হয়রানি ও নারীদের বিরুদ্ধে সহিংসতার ক্রমবর্ধমান ঘটনাকে কেন্দ্র সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিশেষ করে ইসলামী ধারার রাজনৈতিক সংগঠনের  নেতা-কর্মীরা বিক্ষোভ করে আসছে।

সম্প্রতি সিলেট এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ শ্লীলতাহানি ঘটনার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।