মূল পাতা আন্তর্জাতিক তিন সপ্তাহ ধরে জুমা বন্ধ মসজিদে আকসায়
10 October, 2020 10:06 PM
ইসরায়েলের দখলদার বাহিনী পশ্চিম জেরুজালেম শহরের বাইরের লোকদের জন্য আল আকসা মসজিদে জুমার নামাজ নিষিদ্ধ ঘোষণার পর থেকে টানা ৩ সপ্তাহ ধরে সেখানে জুমার নামাজ বন্ধ রয়েছে।
আনাদোলু এজেন্সি ও আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, প্রাচীন শহর জেরুজালেম শহরের ফটকের সামনে দায়িত্বরত পুলিশ অফিসাররা বহিরাগতদের প্রবেশে বাধা দেয়। তবে পশ্চিম জেরুজালেমের বাসিন্দাদের জন্য আল আকসায় নামাজ আদায় শিথিল আছে। শহরের বাইরের সবার জন্য আল আকসায় নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, ইহুদীবাদী ইসরাইল করোনাভাইরাসরোধে বহিরাগতদের জন্য প্রাচীন শহরটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। এটি আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। শহর থেকে এক কিলোমিটার দূরত্বে থাকা সবার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।