মূল পাতা মুসলিম বিশ্ব পাকিস্তানের গোয়েন্দা জালে আটক ১২ ভারতীয় এজেন্ট
রহমত নিউজ 09 December, 2025 11:16 AM
পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর ১২ এজেন্টকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশের বিশেষায়িত শাখা কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)
সোমবার (৮ ডিসেম্বর) পাকিস্তানি গণমাধ্যম ডন এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাব থেকে ভারতীয় র’ এর ১২ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঞ্জাব সিটিডি (কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট) তাদের গ্রেফতার করে।
সিটিডি আরো জানায়, আদিল নামে একটি ফেসবুক একাউন্ট থেকে এই অভিযান শুরু হয়। যার ভিত্তিতে লাহোর ফয়সালাবাদ ও বাহাওয়ালপুরে একটি অভিযান পরিচালনা করে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ ভারতীয় র’ এর হয়ে কাজ করা ১২ জন বিপজ্জনক সন্ত্রাসীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে বেশ কয়েকজনের নামও প্রকাশ করা হয়। তারা হলেন, সাকদীপ সিং, আজমত, ফয়জান, নাবিল, আবরার, সরফরাজ, উসমান, দানিশ, রজব হাশিম সাকিব ও আরিফ। এদের মধ্যে সাকদীপ সিং জন্মগত খ্রিস্টান হলেও সাম্প্রতিক সময়ে নিজ ধর্ম পরিবর্তন করেছেন।
এছাড়াও জানানো হয় যে, তাদের কাছ থেকে ৭টি আইইডি বোমা, ২টি ডেটোনেটর, ১০২ ফুট ফিউজ তার, বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।