| |
               

মূল পাতা অর্থনীতি ২৯ সাল পর্যন্ত ব্রিটেনে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ


২৯ সাল পর্যন্ত ব্রিটেনে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ


রহমত নিউজ     08 December, 2025     12:18 PM    


ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত ব্রিটেনের বাজারে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সারাহ কুক বলেন, ২০২৯ সালের পর তৈরি পোশাকসহ ৯২ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। যা বাংলাদেশের পণ্য রপ্তানি বৈচিত্র্য আনতে ভূমিকা রাখবে। এটি প্রমাণ করে ব্রিটেন দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের পরিধি বাড়ানোর কথা ভাবছে।