মূল পাতা আন্তর্জাতিক এবার লাখো কণ্ঠে কুরআন তিলাওয়াত আয়োজনের ঘোষণা হুমায়ুন কবিরের
রহমত নিউজ 08 December, 2025 07:49 PM
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এবার “লাখো কণ্ঠে কুরআন তেলাওয়াত”-এর আয়োজনের ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির।
কলকাতায় সনাতন সংস্কৃতি সংসদের আয়োজনে ‘পাঁচ লাখ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠানের দিনই তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা গীতপাঠ করতেই পারে। গীতাকে তারা সম্মান করে। এনিয়ে আমার শ্রদ্ধা আছে ওনাদের প্রতি। আমি আগামী দিনে মুসলমানদের, বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য, কুরআন পাঠেরও আয়োজন করব। কুরআন পাঠ হবে, লাখ লোক নিয়ে। তাদেরকে আরামসে খাওয়া-দাওয়া করিয়ে, দিনভর মুর্শিদাবাদে কুরআন পাঠের আয়োজন করাবো। ১ লাখ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাব। মুর্শিদাবাদের কোনও একটা জায়গায় প্যান্ডেল করব বড় করে।
তিনি বলেন, বিজেপি যেমন রামমন্দিরের অ্যাজেন্ডায় কাজ করছে, আমরাও মুসলিমদের অধিক আসনে জয়ের জন্য কুরআন পাঠের আয়োজন করবো। এক লাখ হাফেজকে দিয়ে কুরআন পাঠ করাবো।
হুমায়ুনের কথায়, বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে না। রামমন্দিরের অ্যাজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। বাংলা দখল করার জন্য এখন গীতাপাঠ করছে। আগামীদিনে মুসলিমদের নিয়ে কুরআন পাঠের আয়োজন করব।
এর আগে, গত শনিবার ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীতে মুর্শিদাবাদের বেলডাঙা ২ নম্বর ব্লকের ছেতিয়ানি এলাকায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবির।
সূত্র: এবিপি আনন্দ