| |
               

মূল পাতা সারাদেশ জেলা আল্লাহকে নিয়ে কটূক্তি করা বাউল আবুল সরকারের জামিন নামঞ্জুর; আদালত চত্বরে ‘ফাঁসি চাই’ স্লোগান


আল্লাহকে নিয়ে কটূক্তি করা বাউল আবুল সরকারের জামিন নামঞ্জুর; আদালত চত্বরে ‘ফাঁসি চাই’ স্লোগান


রহমত নিউজ     08 December, 2025     07:18 PM    


মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তির দায়ে গ্রেফতার হওয়া বিতর্কিত বাউলশিল্পী আবুল সরকারের জামিন আবেদন নামঞ্জুর করেছে মানিকগঞ্জের আদালত।

সোমবার (৮ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ সময়, অর্ধশতাধিক আইনজীবী আদালতে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) চেয়ে মিছিল করেন। আইনজীবীরা সমস্বরে “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই” স্লোগান তোলেন। ধর্ম অবমাননার প্রতিবাদে আইনজীবীদের এমন সরাসরি অবস্থান মানিকগঞ্জের আদালত চত্বরে নজিরবিহীন। এসময় উত্তপ্ত জনতাকেও আদালতের বাইরে অবস্থান করতে দেখা গেছে।

একাধিক আইনজীবী বলেন, “আবুল সরকারের মন্তব্য দেশের কোটি কোটি মুসলিমের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত হেনেছে। আমাদের এই পবিত্র ভূমিতে সৃষ্টিকর্তা বা রাসূলকে নিয়ে কটূক্তি করার কোনো অবকাশ নেই। আমরা আইনের লোক হলেও, আমাদের ধর্মীয় অনুভূতি আগে। আমরা চাই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।”

মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আইনজীবী আ.ফ.ম নুরতাজ আলম বাহার বলেন, “বাউলরা যারা মহান সৃষ্টিকর্তা আল্লাহ ও কোরআনকে না জেনে, না বুঝে মনগড়া বক্তব্য দিয়ে থাকে সেগুলো ভবিষ্যতে যাতে বাউলরা না করতে পারে সেটির দিকে জোর দিতে বিষয়টি আমরা আদালতে উপস্থাপন করেছি। আদালত আমাদের নথির সকল তথ্য সঠিক পাওয়ায় ঐ বাউলের জামিন নামঞ্জুর করেছে”।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর