রহমত নিউজ 07 December, 2025 02:12 PM
আটদলের বিভাগীয় সমাবেশ সফল করায় শরিক দলের নেতা-কর্মী ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম চরমোনাই পীর।
তিনি বলেন, অল্পসময়ের প্রস্তুতিতে যে দক্ষতা ও আন্তরিকতার সাথে এই সমাবেশগুলো আয়োজিত হয়েছে, তা আন্দোলনরত আটদলের পারস্পরিক সংহতি ও সাংগঠনিক শৃঙ্খলার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোন বিরতি ছাড়াই দেশের আটপ্রান্তে ছুটে গিয়েছেন, স্থানীয় নেতা-কর্মীগণ অল্পসময়ের প্রস্তুতিতে দৃষ্টিনন্দন ও প্রভাববিস্তারি সমাবেশ আয়োজন করে তাদের দক্ষতা ও জনসম্পৃক্ততার সাক্ষর রেখেছেন।
আজ রবিবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
৮ দলের বিভাগীয় সমাবেশে অংশ নেওয়া জনতাকে ধন্যবাদ জানিয়ে চরমোনাই পীর বলেন, “আমরা যে ৫ দফা নিয়ে আন্দোলন করছি, তার প্রতি জনসাধারণের এই অকুণ্ঠ সমর্থন আমাদের দাবির যথার্থতা প্রমান করে। প্রতিটি সমাবেশে যে উৎসাহ ও উদ্দিপনা নিয়ে জনতা অংশগ্রহন করেছে, তা আগামীর বাংলাদেশ নির্মাণের প্রতি জাতির প্রতিশ্রুতি আবারো ব্যক্ত হয়েছে। জনতাকে আরো অভিনন্দন। আপনাদের এই সমর্থন আমাদের সংগ্রামে সাহস যোগাবে।”
তিনি স্থানীয় ও জাতীয় সাংবাদিক এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করেন।
সরকারের প্রতি আহবান রেখে মুফতি রেজাউল করীম বলেন, “জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন। সারাদেশের মানুষ জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা করার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে। ফ্যাসিবাদের বিচার ও তাদের দোসরদের বিচারের ব্যাপারে সমর্থন জানিয়েছে। পিআরের পক্ষে জনতা আবারো মত দিয়েছে। তাই জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দাবিগুলো মেনে নিন।”