রহমত নিউজ 07 December, 2025 07:16 PM
রাজধানীর উত্তরায় উপমহাদেশের অন্যতম শ্রদ্ধেয় আলেম মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর স্মরণি নামে সড়ক নামকরণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের।
রোববার (৭ ডিসেম্বর) বিকাল ৪ টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সড়কটি উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, হাফেজ্জী হুজুর (রহ.) এর নাতি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মাওলানা শেখ আজিম উদ্দিন, মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতি আমিনীর জামাতা জুবায়ের আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নেয়ামতুল্লাহ আমিন, মুফতি আবুল হাসান কাসেমী, খেলাফত আন্দোলন গাজীপুর জেলা সেক্রেটারি ইব্রাহিম খলিল নোমানীসহ উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।
ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক মুহাম্মাদ এজাজ বলেন, হাফেজ্জী হুজুর ছিলেন দল ও মতের ঊর্ধ্বে সর্বজন শ্রদ্ধেয় বুযুর্গ। তিনি এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় সর্বপ্রথম আওয়াজ তুলেছিলেন।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, হযরত হাফেজ্জী হুজুর স্বাধীনতা যুদ্ধে দেশের পক্ষে ভূমিকা রেখেছেন এবং স্বাধীনতা পরবর্তীতে সত্যিকারের সোনার বাংলা গড়তে কোরআনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। হাফেজ্জী হুজুরসহ দেশের মহান ব্যক্তিদের সম্মান করলে দেশে আদর্শ ও ভালো মানুষ তৈরি হবে।
হাফেজ্জী হুজুরের স্নেহের ছাত্র শায়খুল হাদিস মাওলানা শেখ আজীমুদ্দীনের দোয়ার মাধ্যমে সড়কটি উদ্বোধন করা হয়।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।