| |
               

মূল পাতা জাতীয় জুলাই সনদ নিয়ে ধোঁয়াশা; ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা


জুলাই সনদ নিয়ে ধোঁয়াশা; ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা


রহমত নিউজ     17 September, 2025     11:49 AM    


আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বারবার বলে আসছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের সময়সূচি পেছানোর কোনো সুযোগ নেই বলেও সাফ জানিয়েছেন তিনি।

তবে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর বিরোধে তৈরি হয়েছে সংকট। ধোঁয়াশা তৈরি হয়েছে সনদপত্রের বাস্তবায়ন নিয়ে।

সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিষয়টি ঘিরে দলগুলোর মধ্যে মতবিরোধ স্পষ্ট। জামায়াত ও এনসিপি নির্বাচনের আগে সনদের পূর্ণ বাস্তবায়ন চাইলেও বিএনপি ও অধিকাংশ দল নির্বাচন শেষে নতুন সংসদের মাধ্যমে কার্যকর করার পক্ষে। জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতি চালুসহ নানা দাবিতে রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে।

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এখনও কোনো সুস্পষ্ট সমঝোতায় পৌঁছানো যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, সংকট নিরসন না হলে নির্ধারিত সময়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে এবং দেশে অস্থিরতা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মত, নির্বাচনের মাধ্যমে দ্রুত একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই হচ্ছে স্থিতিশীলতা ফেরানোর একমাত্র পথ।