রহমত নিউজ 27 August, 2025 07:02 PM
খেলাফত আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মরহুম মাওলানা জাহাঙ্গীর মেহেদির স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশের খেলাফত আন্দোলন।
বুধবার (২৭ আগস্ট) রাজধানীর কামরাঙ্গীরচরে জামিয়া নূরিয়ায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
তিনি তার বক্তব্যে বলেন, মরহুম মাওলানা জাহাঙ্গীর মেহেদী (রহ.) বাংলাদেশ খেলাফত আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ও একনিষ্ঠ সৈনিক ছিলেন। তিনি বাংলাদেশে ইসলামী হুকুমত তথা কুরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠার লক্ষে আজীবন মেহনত করে গেছেন। তিনি বাতিল বিরোধী স্থানীয় সকল আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা জাহাঙ্গীর মেহেদী হাটহাজারী পৌরসভা হেফাজতে ইসলামের আমীর ও হযরত সুমাইয়া রাঃ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। আল্লাহ তাআলা মরহুমের সকল দ্বীনি খিদমাতকে কবুল করুন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দলের নায়েবে আমির মাওলানা সাঈদুর রহমান।