| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল হেফাজত আমীরের সাথে মতবিনিময় করলেন খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ


হেফাজত আমীরের সাথে মতবিনিময় করলেন খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ


রহমত নিউজ     20 August, 2025     01:04 PM    


হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাত করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (১৯ আগস্ট)  চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাবুনগর মাদরাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন আল্লামা বাবুনগরী।

এ সময় তিনি বলেন, দেশের এ চলমান রাজনৈতিক সংকটপূর্ণ পরিস্থিতিতে এদেশের ইসলামিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। আর যাতে কেউ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে, ওলামায়ে কেরামের উপর জুলুম করতে না পারে, স্বাধীন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে এজন্য সঠিক আকিদায় বিশ্বাসী ওলামায়ে কেরাম ও সকল ইসলামী দলগুলোকে এক হয়ে কাজ করতে হবে। আমি প্রয়োজনে সকল দলের নেতৃবৃন্দের কাছে যাবো, তাদের সাথে বসতে হয় বসবো, আমাকে যা করতে হয় আমি তা করবো। 

মতবিনিময়কালে খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ইসলাম ও দেশের স্বার্থে এবং দেশের জনগণের প্রত্যাশা পূরণে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য খেলাফত আন্দোলন সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে। আমিরে হেফাজতের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দোয়া ও দিকনির্দেশনা  থাকলে এ কাজ অর্থাৎ ইসলামী দলগুলোর ঐক্য সহজ হবে।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানি,  নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাঈদুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা মীর ইদ্রিস, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, হাজী জালাল উদ্দিন বকুল, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, অর্থ সম্পাদক আবুল হাসান শাহজাহান, কেন্দ্রীয় নেতা মাওলানা গাজী ইউসুফ, মৌলভী আব্দুর রাকিব, মাওলানা মোশাররফ হোসেন রায়পুরী, মাওলানা মাহমুদুল হাসান ও শাহিন আলম চৌধুরী প্রমুখ।