| |
               

মূল পাতা সারাদেশ মহানগর শাপলা চত্বরে ইন্তিফাদা বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত


শাপলা চত্বরে ইন্তিফাদা বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত


রহমত নিউজ     06 August, 2025     03:18 PM    


জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় অর্জন রক্ষা, শহীদদের স্মরণ এবং ইসলামপন্থীদের প্রতি চলমান বৈষম্যের প্রতিবাদে ইন্তিফাদা বাংলাদেশ আয়োজিত গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর শাপলা চত্বরে সকাল ১১টায় এ গণসমাবেশ শুরু হয়ে ৪টায় সমাপ্ত হয়।

ইন্তিফাদা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মীর ইদরীসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য আহমাদ রফিক, আসিফ আদনান, ডা. মেহেদী হাসান, ডা. শামসুল আরেফীন শক্তি, জাকারিয়া মাসউদ প্রমুখ।

এছাড়াও এতে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন (একাংশ)-এর মহাসচিব মুফতী ফখরুল ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-প্রচার সম্পাদক মুফতী শরিফুল্লাহ, মুফতী আবদুল্লাহ আল মাসুদ, মাওলানা রিদওয়ান, মাওলানা নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুস্তাফা মনজুর, প্রফেসর ড. সরোয়ার, মাওলানা তানজিল আরেফিন আদনান, মাওলানা ইমরান রায়হান, রাফিউজ্জমান, মাওলানা ইনামুল হাসান ফারুকী, মাওলানা ফুআদ মুবতাসিম, আমির হোসেন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বিট্রিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এ ভূখন্ডের সকল গণআন্দোলনে ইসলামপন্থী জনতা রক্ত দিয়েছে। এরই ধারাবাহিকতায় ২৪-এর গণঅভ্যুত্থানেও ইসলামপন্থীরা ব্যাপক অবদান রেখেছিলো। কিন্তু আফসোসের বিষয় গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনপরিসর থেকে ইসলামকে বাদ দেওয়ার একটা সচেতন প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। সংস্কার কমিশনগুলোও ধর্মীয় ও সামাজিক মূলবোধ বিরোধী নানা এজেন্ডা নিয়ে হাজির হয়েছে।

বক্তারা হতাশা প্রকাশ করেন বলেন, ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে আমেরিকান আধিপত্যবাদ কবুল করেছে ইন্টেরিম সরকার। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানান বক্তারা। তাছাড়া, গণঅভ্যুত্থানের স্টেইকহোল্ডারদের নামে মিথ্যা জঙ্গি মামলা সাজানোর প্রতিবাদ জানান তারা।

সমাবেশ জানানো দাবিসমূহ : 

১। লীগের খুনিদের বিচার প্রক্রিয়া বেগবান করতে হবে।
২। আলেপসহ প্রশাসনের সকল খুনি ও ধর্ষকদের বিচার করতে হবে।
৩। ইসলামপন্থীদের হয়রানিমূলক জঙ্গি নাটক সাজানো বন্ধ করতে হবে।
৪। ইসলামবিরোধী সংস্কার বাতিল করতে হবে।
৫। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় অবিলম্বে বন্ধ করতে হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: