রহমত নিউজ 06 August, 2025 09:32 PM
জুলাই ঘোষণাপত্রে ২০১৩ সালের শাপলা চত্বর গণহত্যার কথা উল্লেখ না থাকায় তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
দলের নেতারা বলেছেন, এ ঘোষণাপত্র অসম্পূর্ণ এবং শাপলা চত্বরের একটি সত্য ও ঐতিহাসিক বাস্তব ঘটনাকে ধামাচাপা দেয়ার শামিল। ঘোষণাপত্রে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে ব্যর্থ হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ খেলাফত আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে খেলাফত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা শীর্ষক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। জেলা সংলগ্ন সৈয়দ সৈয়দুল হক চিশতী হাফিজিয়া মাদরাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নেতারা আরও বলেন, শাপলা না হলে ২৪ এর প্রেক্ষাপট তৈরী হত না। ফ্যাসিবাদের পদধ্বনির বিরুদ্ধে প্রথম লড়াই হয়েছিল শাপলায়। বৈষম্যমূলক জুলাই ঘোষণাপত্র দেশবাসী প্রত্যাখান করেছে।অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই ঘোষণাপত্র সংশোধন করে ২০১৩ সালের শাপলা এবং বিডিআর হত্যাকান্ডকে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ ইতিহাস দেশবাসী জুলাই ঘোষণাপত্রে দেখতে চায়না।
হাফেজ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হাক্কানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলে নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, মাওলানা ইব্রাহিম খলিল নোমানী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা খোরশেদ আলম, প্রফেসর লতিফুর রহমান ও মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।