মূল পাতা মুসলিম বিশ্ব ভাগাড়ে খাবারের খোঁজে মরিয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিরা
রহমত নিউজ 03 August, 2025 01:25 PM
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের টানা আগ্রাসন এবং ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না পারায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় দেখা দিয়েছে তীব্র খাদ্যসংকট। অবস্থা এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে,কোথাও খাবার না পেয়ে ময়লার ভাগাড়ে খাবারের খোঁজে মরিয়া হয়ে উঠেছে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা।
বার্তা সংস্থা আনাদোলুর দাউদ আবু আলকাসের তোলা ছবিতে এমন মর্মান্তিক চিত্র ফুটে উঠেছে।
ছবিতে বেশ কিছু ফিলিস্তিনিকে গাজ্জা সিটির ফিরাস মার্কেটের পাশের ভাগাড় থেকে খাবার সংগ্রহ করতে দেখা গেছে। সেখানে ঘণ্টার পর ঘণ্টা খাবারের সন্ধান করেছে তারা।
গাজ্জায় দেখা দিয়েছে ভয়াবহ দুর্ভিক্ষ। প্রতি তিনজনের মধ্যে দুই জনকে থাকতে হচ্ছে না খেয়ে।
ইসরাইলের গণহত্যার কারণে গাজ্জার পরিস্থিতির অবনতি হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।
গত শুক্রবার সংস্থাটির উপনির্বাহী পরিচালক টেড চাইবান বলেন, গাজ্জার তিন লাখ ২০ হাজারের বেশি শিশু অপুষ্টির ঝুঁকিতে আছে। গাজ্জায় অপুষ্টির সূচক দুর্ভিক্ষের সীমা ছাড়িয়ে গেছে।