মূল পাতা মুসলিম বিশ্ব ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ১০ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করল আফগান
শেখ আশরাফুল ইসলাম 03 August, 2025 03:20 PM
১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পের জন্য দেশীয় বেসরকারি এক কোম্পানির সাথে ১০ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবানের নেতৃত্বাধীন সরকার।
এমন সময় এই চুক্তিটি স্বাক্ষরিত হলো, যখন বিদ্যুৎ ঘাটতি আফগানিস্তানের শিল্প এবং দৈনন্দিন জীবনের জন্য বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
শনিবার (৩ আগস্ট) আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, চুক্তি অনুসারে, সারা দেশে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে সৌর, কয়লা, পানি, বায়ু এবং গ্যাস সম্পদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
জ্বালানি ও পানি মন্ত্রী আব্দুল লতিফ মনসুর এ প্রসঙ্গে বলেন, এই প্রকল্প আমাদের জন্য একটি বড় অর্জন। বর্তমান বিশ্বে, বিদ্যুৎ প্রত্যেকের জন্য একটি অপরিহার্য চাহিদা। স্বাস্থ্যসেবা, শিল্প, অথবা পরিবারের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় তিনি আফগানিস্তানের বিশাল জ্বালানি সম্পদের গুরুত্ব ব্যক্ত করে অন্যান্য বিনিয়োগকারীদের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে, বিশেষ করে জ্বালানি খাতে অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, আমরা আপনাকে আশ্বস্ত করছি যে, আফগানিস্তানে পানি ও বায়ু থেকে শুরু করে সৌর ও গ্যাস পর্যন্ত শক্তি উৎপাদনের জন্য চমৎকার সম্পদ রয়েছে, এই সমস্ত সম্পদ দেশেই পাওয়া যায়।
চুক্তি সাক্ষরিত হওয়া বেসরকারি সেই কোম্পানির প্রধান মিরওয়াইস আজিজি জানিয়েছেন, প্রকল্পের কারিগরি নকশা আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে ২ হাজার থেকে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
তিনি জোর দিয়ে বলেন, আফগানদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। প্রকল্পের ৯৮ শতাংশ কর্মীই থাকবে আফগান নাগরিক।
বেসরকারি কোম্পানির প্রধান মিরওয়াইস আজিজি বলেন, এই প্রকল্পে ১৭ থেকে ১৮ জন বিদেশী বিশেষজ্ঞ থাকবেন। আমাদের লক্ষ্য হলো বিদেশী সেসব বিশেষজ্ঞ দিয়ে আমাদের কর্মীবাহিনী মজবুত করা। যেন তাদের উপর পূর্ণ দায়িত্ব অর্পণ করা যায়।
উৎস অনুসারে শক্তি উৎপাদন ক্ষমতা:
কয়লা : ৩ হাজার ৪০০ মেগাওয়াট (বলখ, বামিয়ান, হেরাত, বাঘলান)
গ্যাস : ৩ হাজার ৭০০ মেগাওয়াট (জাওজান, হেরাত, উত্তরাঞ্চল)
হাইড্রো : ২ হাজার ৪০ মেগাওয়াট (কাবুল, কাপিসা, দাইকুন্ডি)
বায়ু : ৭০০ মেগাওয়াট (হেরাত, ফারাহ)
সৌর : ২০০ মেগাওয়াট (কাবুল, কান্দাহার, গজনি)
সূত্র : টোলো নিউজ