| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগানের ভারসাম্যপূর্ণ বৈদেশিক অর্থনীতির কারণেই মস্কো স্বীকৃতি দিয়েছে : মোল্লা বারাদার


আফগানের ভারসাম্যপূর্ণ বৈদেশিক অর্থনীতির কারণেই মস্কো স্বীকৃতি দিয়েছে : মোল্লা বারাদার


মুসলিম বিশ্ব     05 July, 2025     01:06 PM    


বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। দেশটির এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার বলেছেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ বৈদেশিক অর্থনীতির ফলেই মস্কো এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানাই।

শুক্রবার (৩ জুলাই) আজারবাইজানের খাঙ্কেন্দি শহরে অনুষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) ১৭তম শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এই গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্মেলন আয়োজনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, এবং সকল অংশগ্রহণকারীকে আন্তরিকভাবে স্বাগত জানাই।

 এ সময়  সম্মেলনে কাবুলের প্রস্তাবনা তুলে ধরেন মোল্লা বারাদার। 

আফগানিস্তান ও ইসিও-র দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক স্মরণ করে দিয়ে তিনি বলেন, ইসিও সদস্য রাষ্ট্রগুলোর উচিত আফগানিস্তানের বৈধ রাজনৈতিক বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া।

বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পরিবহন, কৃষি, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের মতো খাতে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এই সব ক্ষেত্রে অংশগ্রহণের জন্য আফগানিস্তান সম্পূর্ণ প্রস্তুত। আমরা বিশ্বাস করি, ইসিও সদস্য দেশগুলোর অর্থনীতি তখনই সমৃদ্ধ হতে পারে, যখন আফগানিস্তান সক্রিয়ভাবে এই সমীকরণের অংশ হয়ে ওঠে।

সম্মেলনে মোল্লা বারাদার গাজ্জার জনগণের প্রতি আফগানিস্তানের পক্ষ থেকে পূর্ণ সংহতি প্রকাশ করে বলেন, গাজ্জার নিরীহ জনগণের ওপর যে নিপীড়ন চলছে, তা অবিলম্বে বন্ধ করা উচিত। আমরা ফিলিস্তিনের মুক্তি ও আল-কুদসের ইসলামি পরিচয় রক্ষার পক্ষে পূর্ণ সমর্থন জানাই।

সূত্র : আরিয়ানা নিউজ