মূল পাতা মুসলিম বিশ্ব বিচার বিভাগ ইসলামী শাসনব্যবস্থার স্তম্ভ : মাওলানা আখুন্দজাদা
মুসলিম বিশ্ব 03 July, 2025 10:29 PM
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমীরুল মু’মিনীন বা সর্বোচ্চ নেতা মাওলানা হেবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, বিচার বিভাগ ইসলামী শাসনব্যবস্থার স্তম্ভ। আদালতের মাধ্যমে মানুষের জীবন, সম্পত্তি এবং সম্মান সুরক্ষিত হয়। অপরদিকে দুর্নীতি দূর হয় এবং ন্যায়বিচার নিশ্চিত হয়।
আফগানের কান্দাহারে বিচারকদের (কাজী) তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় দেওয়া বক্তব্যে মাওলানা হেবাতুল্লাহ আখুন্দজাদা এসব কথা বলেন।
বুধবার (২ জুলাই) গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
এ সময় বিচারকদের উদ্দেশ্যে মাওলানা আখুন্দজাদা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই বিচারকাজ করতেন। এটি ইসলামী শাসনব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আদালতের মাধ্যমে মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষা করা হয়। ইনসাফ কায়েমের উদ্দেশ্যে এক ঘণ্টা বিচারকাজে বসলে আল্লাহ তাআলা এক বছরের ইবাদতের সওয়াব দান করেন।
তিনি বলেন, যে বিচারক ইনসাফের সাথে বিচার করেন, তিনি আল্লাহ তা’আলার কাছে অত্যন্ত প্রিয়।
আলেমদেরকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহ তা’আলার অনুগ্রহ করে আমাদেরকে ইসলামী ও শরিয়াহ শাসন বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন। বর্তমান সময়ে দ্বীন, ইসলাম ও শরিয়াহকে পুনরুত্থান করতে ধৈর্য, সহনশীলতা ও অবিচলতা প্রয়োজন। আলেমগণ ও বিচারকগণ নিজেদের আমল দিয়ে দ্বীন, ইসলাম ও শরিয়াহকে মানুষের সামনে তুলে ধরুন।
আমীরুল মু’মিনীন আরও বলেন, জিহাদের লক্ষ্য বাস্তবায়নে আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত দ্বীন ও ইসলামের পুনর্জাগরণ করবে। ইসলামী আকিদা ও শরিয়াহ’র প্রয়োগ ঘটাবে। পুরো শাসনব্যবস্থা আদালতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হবে।
সূত্র : আরটিএ