মূল পাতা মুসলিম বিশ্ব হামাসের সঙ্গে সাক্ষাৎ করলেন তুরস্কের গোয়েন্দাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক 30 June, 2025 11:44 AM
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন। বৈঠকে গাজ্জার ক্রমবর্ধমান মানবিক সংকট এবং যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য নতুন প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের নিরাপত্তা সূত্র।
সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদন অনুসারে, রোববার (২৯ জুন) এ সাক্ষাৎ হয়েছে। একটি অজ্ঞাত স্থানে হামাসের রাজনৈতিক কাউন্সিলের প্রধান মুহাম্মাদ দারবিশের সঙ্গে আলোচনা করেছেন।
তুরস্কের নিরাপত্তা সূত্র আনাদোলুকে জানিয়েছে, উভয় পক্ষই ফিলিস্তিনি দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে এবং অবরুদ্ধ ছিটমহলে স্থায়ী যুদ্ধবিরতির দিকে পদক্ষেপের রূপরেখা দিয়েছে।