রহমত নিউজ 30 June, 2025 08:12 PM
সমমনা ইসলামী দলসমূহের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সংস্কার ও পতিত ফ্যাসিবাদীদের বিচার দৃশ্যমান করার দাবী জানানো হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। একই সাথে জনআকাঙ্খার প্রতিফলন ও ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে ইসলামপন্থীদের ঐক্য অটুট রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে বৃহত্তর ঐক্যের লক্ষ্যে অন্যান্য দলগুলোর সাথে আলোচনার জন্য চার সদস্যের একটি টিম গঠন করা হয়।
রোববার (৩০ জুন) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামী দলসমূহের পক্ষ থেকে একক প্রার্থী মনোনয়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।