| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন জাতির জন্য রহমত স্বরূপ : মওলানা হাবিবুল্লাহ মিয়াজী 


ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন জাতির জন্য রহমত স্বরূপ : মওলানা হাবিবুল্লাহ মিয়াজী 


রহমত নিউজ     30 June, 2025     07:45 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন জাতির জন্য রহমত স্বরূপ, ভবিষ্যতে আর কখনো আমাদের দেশে কোন স্বৈরশাসক মাথা গজিয়ে উঠতে  না পারে, সে দিকে দেশবাসীকে সজাগ থাকতে হবে। মানব রচিত আইনই হচ্ছে লুঠপাট ও শোষণের হাতিয়ার। তাই মানব রচিত আইনের পরিবর্তে আমাদেরকে কোরআন- সুন্নাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করতে হবে। 

সোমবার (৩০ জুন) বাংলাদেশ খেলাফত আন্দোলন ভোলা জেলা শাখার উদ্যোগে শহরের খলিফা পট্টিতে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আমীর মাওলানা আব্দুর রহমান খান তালুকদারের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মুহাম্মাদ শাহীন আলম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন।

জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল মালেক এওয়াজপুরী, সৈয়দ মাহবুবুর রহমান ওসমানী, মাওলানা আহমদ উল্লাহ ওসমানী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুল মালেক, মুফতী আব্দুল হান্নান, মাওলানা আবুল বাশার, মাওলানা নুর নবী, মাওলানা হাবীবুল্লাহ তাহেরী, মুফতী নাইম আল হাসান ও মাওলানা হেমায়েত উল্লাহ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী বলেন, হাফেজ্জী হুজুর (রহ.) এর রেখে যাওয়া নীতি আদর্শ অনুসরণে ইসলামী রাজনীতিকে এগিয়ে নিতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুর রহমান খান তালুকদার বলেন, ইসলামী রাজনীতিতে খেলাফত আন্দোলনের ভূমিকা প্রশংসনীয়। জাতীয় ও আন্তর্জাতিক সকল জালিমদের বিরুদ্ধে খেলাফত আন্দোলন সর্বাগ্রে রাজপথে ঝাঁপিয়ে পড়ে।

সম্মেলনে মাওলানা আব্দুর রহমান খান তালুকদারকে আমীর ও মাওলানা সাইফুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি পুনর্গঠন করা হয়।