| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের দুই প্রদেশ


বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের দুই প্রদেশ


শেখ আশরাফুল ইসলাম     30 June, 2025     01:06 PM    


সাম্প্রতিক ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ময়দান ওয়ারদাক এবং লোগার প্রদেশে প্রবল বর্ষণে ভয়াবহ বন্যায় তিন শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকেই আহত হয়েছেন। এতে অন্তত প্রায় ৮ হাজার একর জমি ও ২৭০টি বাড়ি ধ্বংস হয়েছে। একই সাথে মারা গেছে বহু গবাদি পশু।

রোববার (২৯ জুন) আফগানিস্তানের সংবাদমাধ্যমের প্রকাশিত খবর থেকে এই তথ্য জানা যায়।

ময়দান ওয়ারদাকের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান ফয়জুল্লাহ জালালি এই প্রসঙ্গে বলেন, বন্যার কারণে নিরখ জেলায় একজনের মৃত্যু হয়েছে এবং আরও চারজন আহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন আছেন। চক, দাইমিরদাদ এবং নিরখ জেলার রাস্তাগুলো বন্যার কারণে বন্ধ হয়ে যায়। পরে যদিও  যদিও কিছু রাস্তা এখন খুলে দেওয়া হয়েছে। তবে প্রায় ১০০টি গবাদি পশু ইতোমধ্যে মারা গেছে বন্যায়।

লোগার এবং ময়দানে ওয়ারদাক উভয় এলাকার স্থানীয় মানুষজন জানিয়েছে, বন্যায় বন্ধ হয়ে যাওয়া বেশ কয়েকটি প্রধান রাস্তা এখন পরিষ্কার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে খাবার এবং তাঁবু বিতরণ শুরু হয়েছে।

লোগারের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান নূরুল্লাহ মাহমুদ বলেন, আমরা অনেক পরিবারে খাদ্য এবং জরুরি সহায়তা পৌঁছে দিয়েছি। ২০০০ পরিবারে খাদ্য বিতরণ করা হয়েছে এবং আজ আরও ১২৬টি পরিবারের জন্য বিতরণ অব্যাহত রয়েছে।

বেশ কয়েকজন বন্যার্ত জরুরি সাহায্যের জন্য আফগান সরকার ও মানবিক সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছেন।

লোগারের বাসিন্দা আমানুল্লাহ বলেন, এই প্রথমবারের মতো এমন ভয়াবহ বন্যায় এলাকা প্লাবিত হলো। কিছু লোক তাদের গম কেটে ফেলেছিল। আর যেসব ফসল ঘরে তোলা সম্ভব হয়নি, সেসব বন্যায় ভেসে গেছে।

লোগারের আরেক বাসিন্দা আমানউদ্দিন বলেন, খাদ্য সহায়তা অবশ্যই প্রদান করতে হবে। এমন কিছু মানুষ আছে যাদের ঘর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং যাদের থাকার জন্য একটি ঘরও নেই। আমাদের তাঁবু, কম্বল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রয়োজন।

পরিসংখ্যান অনুসারে, বন্যায় ময়দান ওয়ারদাক এবং লোগার প্রদেশে ১৬,০০০ জেরিব অর্থাত ৮ হাজার একরেরও বেশি কৃষিজমি এবং প্রায় ২৭০টি বাড়ি ধ্বংস হয়েছে।