| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল মিডিয়া সেল গঠন করল ইসলামী আন্দোলন; আহ্বায়ক মারুফ, প্রধান সমন্বয়ক শরীয়াতুল্লাহ


মিডিয়া সেল গঠন করল ইসলামী আন্দোলন; আহ্বায়ক মারুফ, প্রধান সমন্বয়ক শরীয়াতুল্লাহ


রহমত নিউজ     16 March, 2025     12:42 PM    


সংবাদ মাধ্যমের গুরুত্ব অনুধাবন করে মিডিয়ার সাথে নিবিড় যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের জন্য ১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় মিডিয়া সেল গঠন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গঠিত কেন্দ্রীয় মিডিয়া সেলের আহ্বায়ক মনোনিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, আর প্রধান সমন্বয়ক মনোনিত হয়েছে কে এম শরীয়াতুল্লাহ। 

সেলের সদস্য মনোনীত হয়েছেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ইলিয়াস হাসান, কেন্দ্রীয় প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক খাইরুল কবীর, যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শাইখ আবু বকর সিদ্দিক আল মাদানী সহ শ্রমিক আন্দোলন, আইনজীবী পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরীর প্রচার সম্পাদকবৃন্দ।