রহমত নিউজ 13 January, 2025 04:04 PM
২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের পরিবার।
সোমবার (১৩ জানুয়ারি) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আবু সাঈদের পরিবার নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ট্রাইব্যুনালে এসেছেন এবং সেই ঘটনাগুলোর বর্ণনা দিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা যথাযথ ব্যবস্থা নেব।
ট্রাইব্যুনালে আজ তিনটি শুনানির আবেদন করা হয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্টের গণহত্যার বিষয়ে কল রেকর্ড, ভিডিওসহ অনেক ডিজিটাল এভিডেন্স আছে। সেগুলো ফরেনসিক চেক করার জন্য সিআইডির কাছে পাঠানোর জন্য আদালতের কাছে আবেদন করেছি, তা মঞ্জুর হয়েছে।
বাকি দুটি আবেদনের বিষয়ে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, গাজীপুরে গত ৫ আগস্ট কলেজছাত্র মো. হৃদয়কে (২০) গুলি করে হত্যা করেন কনস্টেবল মো. আকরাম হোসেন। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। সেই কনেস্টেবল আকরামের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট বলে তাকে হাজির করার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে তাকে আগামী ২০ জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছে।
তৃতীয় আবেদনটির কথা জানিয়ে তিনি বলেন, গত ২০ জুলাই যাত্রাবাড়ীতে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ বন্ধুকে টেনে নিয়ে যাওয়ার সময় কলেজ শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে গুলি করা হত্যা করা হয়। এ ঘটনায় এসি তানজিল আহমেদকে ট্রাইব্যুনালের মামলায় প্রোডাকশন মূলে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলাম। ট্রাইবুনাল সে আবেদন মঞ্জুর করেছেন। তাকেও ২০ জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা জানান, ছাত্র-জনতার অভ্যুত্থান ও এর পরবর্তী সময়ের গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কল রেকর্ড এবং গুমসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই তথ্যের মধ্যে শেখ হাসিনাসহ অন্য জড়িতদের সঙ্গে সম্পর্কিত কল রেকর্ডও অন্তর্ভুক্ত রয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, কল রেকর্ডের মাধ্যমে ছাত্র-জনতার আন্দোলন দমন করতে ব্যবহৃত পরিকল্পনা ও নির্দেশনা সম্পর্কে স্পষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি গুমের সঙ্গে সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্যও তদন্তকারীদের হাতে এসেছে। এই তথ্য ও প্রমাণ তদন্ত কার্যক্রমে নতুন দিক উন্মোচন করতে পারে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের জন্য ব্যবহার করা হবে।