রহমত নিউজ 13 January, 2025 08:34 PM
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া কাঙ্খিত বৈষম্যমুক্ত দেশ গড়া সম্ভব নয়। বিগত আওয়ামী দুঃশাসন দেশের সার্বভৌমত্ব ধ্বংস করে আভ্যন্তরীন সকল সেক্টর যেমন বিচার,স্থানীয় সরকার, শিক্ষা-সংস্কৃতি সবকিছুকেই ধ্বংস করে দিয়েছে। তাই দেশকে এগিয়ে নিতে দেশের সকল প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করতে সুপরিকল্পিত ও দীর্ঘ মেয়াদী রাষ্ট্রীয় সংস্কার ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। অপর দিকে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠাও কোন অংশে কম গুরুত্বপূর্ণ নয়,বরং অপরিহার্য।
অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্কতার সাথে দেশের অবকাঠামোগুলোর দ্রুত সংস্কার শেষ করে দেশে সাংবিধানিক সরকার প্রতিষ্ঠাকে তরান্বিত করার লক্ষ্যে দ্রুত নির্বাচনী প্রক্রিয়ার দিকে অগ্রসর হওয়ার আহবান জানিয়ে মাওলানা আফেন্দী বলেন, অন্যথায় পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে একের এক চক্রান্ত ও অপতৎপরতায় লিপ্ত হতেই থাকবে। জমিয়ত মহাসচিব আন্দোলনরত সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজকে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সোমবার (১৩ জানুয়ারি ) বিকাল ২টায় সিলেট নগরীর খাদিমপাড়ায় আলোচনা সভা তিনি এসব কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড. মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, হবিগঞ্জ জেলা সভাপতি হাফিজ মাওলানা মাছরুর আহমদ, মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের সহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, সিলেট জেলা উত্তরের সহ সভাপতি মাওলানা নুর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা ইবাদুর রহমান কাসেমী, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা তৌয়বুর রহমান চৌধুরী, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিক আহমদ চৌধুরী, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, সিলেট জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আমিন উদ্দিন, সুনামগঞ্জের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাসনগরী, হবিগঞ্জের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম আজহার, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ত্বায়াহা, সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল হক চৌধুরী, সিলেট জেলা দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ছাত্রনেতা জাকির হোসেন প্রমুখ।