রহমত নিউজ 13 January, 2025 07:51 PM
রাষ্ট্র সংস্কারে খেলাফত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ জানুয়ারি) বাংলাদেশ খেলাফত আন্দোলন গাজীপুর জেলা শাখার উদ্যোগে জয়দেবপুর জামিয়া মাদানিয়া আহমাদুল উলুম মাদরাসায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আমীর মুফতী আলী হায়দার গাজীপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার নেয়ামত আলী ফকির, মাওলানা আব্দুল কবীর, মাওলানা ইউসুফ, ইবরাহিম খলিল নোমানী, মুফতি মুহামাদুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ বিন আদম ও মাওলানা সাঈদ বিন বশির প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, সমস্ত নবী রাসুলগণ রাষ্ট্র সংস্কারের কাজ করে গেছেন। রাষ্ট্রের প্রকৃত সংস্কার এবং লুটপাট, দুর্নীতি, হিংসা-বিদ্বেষ আর নৈরাজ্যের রাজনীতির পরিবর্তনে মহানবী সাঃ এর আদর্শের অনুকরণ করতে হবে।
বক্তারা বলেন, মদিনা সনদের অনুকরণেই দেশে সুশাসন-ইনসাফ প্রতিষ্ঠা নিশ্চিত হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ বছরের নবুওয়াতী জিন্দেগীতে আইয়ামে জাহেলিয়াত-বর্বরতার যুগকে পাল্টিয়ে দিয়ে বিশ্ব ইতিহাসে সোনালী যুগ প্রতিষ্ঠা করেছিলেন। এটা কেবল কোরআন-সুন্নাহর আলোকে খোলাফায়ে রাশেদার অনুকরণে খেলাফত পদ্ধতির সরকারই পারে কল্যাণ রাষ্ট্র কেয়াম করতে। খেলাফত পদ্ধতির কায়েমে সকলকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মাওলানা আলী হায়দার বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক বক্তব্যতো দূরের কথা কোরআন হাদিসের কথাও বলা যেত না। এখন সময় ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করা।
সভায় মাওলানা আলী হায়দার গাজীপুরীকে সভাপতি ও ইবরাহীম খলিল নোমানীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত আন্দোলন গাজীপুর জেলা শাখর কমিটি নবায়ন করা হয়।