| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল নিত্যপণ্যের উপর আরোপকৃত ভ্যাট প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন


নিত্যপণ্যের উপর আরোপকৃত ভ্যাট প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন


রহমত নিউজ     13 January, 2025     08:59 PM    


বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, বাংলাদেশের সাধারণ জনগণ যখন নিত্যপণ্য ক্রয়ে হিমশিম খাচ্ছে এ মুহুর্তে নতুন করে বহু পণ্যে ভ্যাট আরোপের সিদ্ধান্ত জনগণকে চরমভাবে হতাশ করছে। বর্তমান অন্তর্ভতিকালীন সরকারের কাছে সাধারণ জনগণের প্রত্যাশা দ্রব্যমূল্যে বাজারের বিরাজমান অস্থিরতা নিরসন করা। তা না করে উল্টো শতাধিক পণ্যের উপর নতুন করে ভ্যাট আরোপে সাধারণ মানুষের জীবন যাপনে ক্ষতিগ্রস্থ হবে। মানুষের আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্যতা নেই। 

আজ (১৩ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, অন্তর্বর্তি সরকারের সাম্প্রতিক দুটি সিদ্ধান্ত শুল্ক কর বৃদ্ধি ও টিসিবির ট্রাক সেল বন্ধ স্পষ্টভাবে রাষ্ট্রীয় নীতির অদূরদর্শিতা ও অসামঞ্জস্যতার প্রতিফলন। প্রথম সিদ্ধান্তের মাধ্যমে শতাধিক পণ্যের উপর শুল্ক-কর বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ জনগণের জন্য অত্যন্ত উদ্বেগজনক। মূলস্ফীতির উচ্চ মাত্রা সাধারণ মানুষের উপর চরম আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। যা দরিদ্র মানুষগুলোকে কঠিন চাপে ফেলবে। নিত্যপণ্য ক্রয় ক্ষমতার বাহিরে থাকায় টিসিবির লাইন দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। মানুষ একটু কম টাকায় টিসিবির পণ্য ক্রয়ের জন্য হুমড়ি খেয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে তা বন্ধের ঘোষণায় গরিব অসহায় মানুষগুলো দু মুঠো খেয়ে বাঁচার স্বপ্নটুকুও নিঃশ্বেষ হয়ে যাবে। সরকারকে অবশ্যই গণবিরোধী এসব সিদ্ধান্ত বাতিল করে দরিদ্র জনগণের পাশে দাঁড়াতে হবে।

 এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলনা মুফতী উযায়ের আমীন, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ আমিনী, শ্রমিক মজলিসের উচ্চতর পরিষদ সদস্য মাওলানা শরীফুজ্জামান জসিম, মাওলানা খায়রুল ইসলাম ঠাকুর।