মূল পাতা আন্তর্জাতিক দেশজুড়ে মসজিদের নীচে মন্দির খোঁজা হচ্ছে, ভারতে এটা গ্রহণযোগ্য নয় : আরএসএস প্রধান
আন্তর্জাতিক ডেস্ক 20 December, 2024 01:36 PM
ভারত ভিত্তিক হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন মধুকর ভাগবত বলেছেন, ইদানীং নতুন এক ট্রেন্ড শুরু হয়েছে দেশজুড়। দেশের নানা প্রান্তে বিভিন্ন মসজিদে সমীক্ষার দাবি তুলে আদালতের দ্বারস্থ হচ্ছে ছোট-বড় নানা আকারের হিন্দুপন্থী সংগঠন, কিংবা কোনও হিন্দু নেতা বা ব্যক্তি। উদ্দেশ্য একটাই-সেই মসজিদের স্থানে কোনও যুগে মন্দির ছিল কিনা, সেটা যাচাই করে দেখা! এর জেরে সম্প্রতি দেশের নানা প্রান্তে অশান্তি, সাম্প্রদায়িক হিংসা পর্যন্ত ছড়িয়েছে। এই ধরনের ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মহারাষ্ট্রের পুণেয় আয়োজিত 'বিশ্বগুরু ভারত' কর্মসূচির মঞ্চে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন মোহন ভাগবত।
ভাগবত বলেন, ইদানীং কিছু হিন্দু নেতা দেশের নানা প্রান্তে অযোধ্যার রাম মন্দিরের মতো 'ডিসপিউট' তুলে ধরার চেষ্টা করছেন। এটা গ্রহণযোগ্য নয় একেবারেই।
ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ দাবি করে তিনি বলেন, ভারতের সেই নজির গড়ে তোলা উচিত, যেখানে বিভিন্ন ধর্মে বিশ্বাসী ও সম্প্রদায়ের মানুষ একইসঙ্গে পাশাপাশি সহাবস্থান করতে পারে।
আরএসএস প্রধান বলেন, অযোধ্য়ার রাম মন্দিরের বিষয়টি ছিল স্বতন্ত্র। তার সঙ্গে অন্যান্য ঘটনা গুলিয়ে ফেললে চলবে না। রাম মন্দির একটা বিশ্বাস ও আস্থার বিষয় ছিল। আর হিন্দুদের মনে হয়েছিল, এটা অবশ্যই গড়ে তোলা উচিত। কিন্তু, যেভাবে নতুন বেশ কিছু স্থানে একই ধরনের ইস্যু তুলে ধরা হচ্ছে, এবং তার ফলে যে ঘৃণা এবং শত্রুতার বাতাবরণ তৈরি হচ্ছে, তা কিছুতেই গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য; সম্প্রতি উগ্র হিন্দুত্ববাদীদের একাংশের তরফে উত্তরপ্রদেশের সম্ভলের জামা মসজিদ, এমনকী রাজস্থানের আজমের শরিফ নিয়েও সমীক্ষার দাবি তোলা হয়। যা নিয়ে এখনও বিতর্ক চলছে।