রহমত নিউজ 01 November, 2024 11:03 AM
ইসলামী ঐতিহ্যের স্মৃতি বিজড়িত তুরস্কে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে লাল-সবুজের পতাকাকে বিশ্বের দরবারে আরও একবার উঁচু করেছে রাজধানীর সুনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর কিতাব বিভাগের ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ। আজ শুক্রবার (১ নভেম্বর) সে দেশে ফিরলে তাকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় যোহর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের হাত থেকে ধর্ম মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মেহমানদের উপস্থিতিতে মুয়াজ মাহমুদ এই সম্মাননা ক্রেষ্ট ও পুরস্কার গ্রহণ করে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে এ প্রতিযোগিতার বাছাই পর্বে দেশের শতশত মেধাবী হাফেজদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন মুয়াজ মাহমুদ।
এছাড়া, চলতি বছরের ২১ আগস্ট মক্কায় ৪৪তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করে। সে সময় হাফেজ মুয়াজ মাহমুদ ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন।